ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মূল সেতুর উদ্বোধন

পদ্মাপাড়ে চলছে প্রস্তুতি সভা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
পদ্মাপাড়ে চলছে প্রস্তুতি সভা ছবি : দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পদ্মাপাড়, জাজিরা থেকে: স্বপ্নের পদ্মাসেতু নির্মাণের উদ্বোধন কাজ শুরুর চূড়ান্ত প্রস্তুতি সভা চলছে। রোববার (২৯ নভেম্বর) সকাল পৌনে ১১টায় পদ্মাপাড়ে প্রকল্প কার্যালয়ে এ প্রস্তুতি সভা শুরু হয়।



সভায় উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক ডেপুটি স্পিকার সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি প্রমুখ।

আগামী ১২ ডিসেম্বর পদ্মাসেতু নির্মাণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে এ চূড়ান্ত প্রস্তুতি সভা করছে পদ্মাসেতু নির্মাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এমএ/এসইএস/এসএ/এমএমকে/এএসআর

** ১৭৯তম বার পদ্মাপাড়ে মন্ত্রী
** পদ্মাপাড়ে বাংলানিউজ টিম
** কুয়াশার ভোর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।