ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জের ভেড়ারবাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও শিশু-নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।



আহতদের মধ্যে নয়জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাগর বাড়ৈ’র (৫০) বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রথবাড়ি গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নাঈম বাংলানিউজকে জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে মুনিরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস টেকেরহাট যাচ্ছিল। বাসটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেড়ারবাজার এলাকায় পৌঁছার পর অন্য একটি পিকআপভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে গিয়ে ২৬ যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। এদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাগর বাড়ৈয়ের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।