ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সম্পদের হিসাব না দেওয়ায়

স্বরাষ্ট্রের কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
স্বরাষ্ট্রের কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত

ঢাকা: নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় সাময়িক বরখাস্ত থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৯ নভেম্বর) কমিশন এ মামলা দায়েরের অনুমোদন দেয়।



কমিশন সূত্র মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে জানায়, শিগগিরই দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক একেএম ফজলে হোসেন বাদী হয়ে মামলা দায়ের করবেন।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ের এস এ এস সুপার (সাময়িক বরখাস্ত) মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে দুদক ২০০৯ সালে অনুসন্ধান শুরু করে।

অনুসন্ধানের অংশ হিসেবে দুদক তার কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠালে তিনি হিসাব দাখিল করেননি।

সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক তার বিরুদ্ধে ২৬ (২) ধারায় ‘নন সাবমিশন’ মামলার অনুমোদন দেয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এডিএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।