ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড

গুজব ছড়িয়ে উত্তেজনা, গুলিবিদ্ধ দু’জন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
গুজব ছড়িয়ে উত্তেজনা, গুলিবিদ্ধ দু’জন ঢামেকে ছবি: মাহমুদ পিয়াস/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয় শ্রমিকরা বাধা দেওয়ায় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।



ছররা গুলিবিদ্ধ দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রাকিব ট্রান্সপোর্টের ম্যানেজার বদরুদ্দোজা মাসুদ (৫২) ও কাভার্ড ভ্যানচালক জসিম উদ্দিন (৪০)।

আহত শ্রমিক  জসিম উদ্দিনের নিহত হওয়ার ‘গুজব’ ছড়িয়ে পুলিশের ওপর চাড়ও হয়েছেন স্থানীয় শ্রমিকরা। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্দেশ্যে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে ট্রাকস্ট্যান্ডটির বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান চালক ইউনিয়ন কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন শ্রমিকরা। মেয়রের সঙ্গে শ্রমিকনেতারাও কার্যালয়টিতে অবস্থান করছেন।   

রোববার (২৯ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে শুরু হয়ে উত্তেজনা এখনও চলছে।

আহত জসিম ও মাসুদকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে বাংলানিউজকে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।

এর আগে বেলা ১টার দিকে রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে উত্তেজনা শুরু হয়।

উত্তেজনার এক পর্যায়ে আহত জসিমের নিহত হওয়ার ‘গুজব’ ছড়িয়ে পুলিশের ওপর চড়াও হন শ্রমিকরা। এতে পুলিশ ও শ্রমিকের মধ্যে দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা রাস্তার বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে চারটার দিকে রাস্তা ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিলো।

ডিএমপি’র তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুজ্জামান জানান, পুলিশ মেয়রকে নিরাপত্তা দিয়ে ইউনিয়ন কার্যালয়ে রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে সরিয়ে নেওয়া হবে। শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
একে/এজেডএস/টিআই/এএসআর

** গুজব ছড়িয়ে উত্তেজনা, আহত ১
** অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, আহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।