ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড

রাস্তায় কোনো ট্রাক পার্কিং করতে দেওয়া হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
রাস্তায় কোনো ট্রাক পার্কিং করতে দেওয়া হবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, রাস্তার ওপর কোনো ট্রাক পার্কিং করতে দেওয়া হবে না। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল এই অঞ্চলের মানুষদের ট্রাক স্ট্যান্ডের সামনের রাস্তা ফিরিয়ে দেব।



রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, রাস্তার উপর ট্রাক রাখার কারণে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় এই এলাকার মানুষকে ভোগান্তি পোহাতে হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে ট্রাক স্ট্যান্ডের ভেতরেই সারিবদ্ধভাবে ট্রাক রাখা যাবে। ভেতরে অনেক জায়গা রয়েছে। বাইরের রাস্তা দখল করে ট্রাক রাখতে হবে না। কিন্তু এক শ্রেণির সুবিধাভোগী মহল উত্তজনা ছড়িয়ে এই উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি করছে।

আনিসুল হক বলেন, আজকের এই সমস্যা, ছোট একটি সমস্যা। আমরা ভেতরে টার্মিনাল বানাবো। অবৈধভাবে কিছু মানুষ রেলের জায়গা দখল করে আছে। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমরা একটি ভালো টার্মিনাল বানাবো। প্রত্যেকে আমার সঙ্গে থাকুন। আমি কারও শত্রু না।

এর আগে দুপুর ১টার দিকে রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে উত্তেজনা শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে দুইজন গুলিবিদ্ধ হন। এ সময় গুলিবিদ্ধ একজন মারা গেছেন এমন খবর ছড়িয়ে পড়লে বেপরয়া হয়ে উঠে শ্রমিকরা।

এসময় মেয়র আনিসুল হককে নিরাপত্তা দিয়ে মালিক সমিতির কার্যলয়ে নিয়ে যায় পুলিশ সদস্যরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাক স্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ এবং ৠাব সদস্য মোতায়েন করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

** গুজব ছড়িয়ে উত্তেজনা, গুলিবিদ্ধ দু’জন ঢামেকে
** গুজব ছড়িয়ে উত্তেজনা, আহত ১
** অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, আহত ১

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
একে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।