ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড

শ্রমিকদের সহযোগিতা চাইলেন মেয়র আনিস ‍

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
শ্রমিকদের সহযোগিতা চাইলেন মেয়র আনিস ‍ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর  সিটি করপোরেশনের (ডিএনসিসি) আনিসুল হক।

রোববার (২৯নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের কাছে এ সহযোগিতা চান তিনি।



মেয়র আনিস বলেন, ‘আজকের যে সমস্যা সেটা খুবই ছোট। রাস্তায় ট্রাক পাকিং করায় জনদুর্ভোগ বাড়ে, ট্রাক পার্কিয়ের জন্য ভেতরে টার্মিনাল করবো। ’

‘জায়গাটি রেলওয়ের, এখানে সরকারের চারজন মন্ত্রী অবৈধ দখলদার হাত থেকে উদ্ধারের কথা বলেছেন, জায়গাটি খালি করে দিতে হবে। ’

শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আমাকে সহযোগিতা করুন, আমার সঙ্গে থাকুন। আপনাদের সুবিধার জন্যই এটি করবেন আপনারা। ’

ট্রাক মালিকদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মেয়র আনিস বলেন, ‘রাস্তা পাবলিকের এটি তাদের জন্য খালি করে দিতে হবে। তারা (মালিকপক্ষ) বলেছেন ভেতরের জায়গা খালি করে দিতে, এরইমধ্যে অনেকটা কাজ এগিয়েছে। ’

এর আগে দুপুরে রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে উত্তেজনা শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজনা আরও বাড়লে এক পোশাক শ্রমিকসহ তিনজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ একজন মারা গেছেন-এমন ‘গুজব’ ছড়িয়ে বেপরয়া হয়ে উঠে শ্রমিকরা।

এ সময় মেয়র আনিসুল হককে নিরাপত্তা দিয়ে বাংলাদেতশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের কার্যলয়ে নিয়ে যায় পুলিশ সদস্যরা।

এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সেখান থেকে বের হয়ে রাস্তার ট্রাকস্ট্যান্ড খালি করতে শ্রমিকদের কাছে সহযোগিতা চান তিনি।

মেয়র নিরাপদে ইউনিয়নের কার্যালয় থেকে বের হয়ে গেলেও ওই এলাকায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।

** রাস্তায় কোনো ট্রাক পার্কিং করতে দেওয়া হবে না
** গুজব ছড়িয়ে উত্তেজনা, গুলিবিদ্ধ দু’জন ঢামেকে
** গুজব ছড়িয়ে উত্তেজনা, আহত ১
** অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, আহত ১

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
একে/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।