ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাচোলে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
নাচোলে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৬০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।



পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়পুরে সড়কের পাশে অবস্থান নেয় পুলিশ। ভোরে ওই সড়ক দিয়ে একটি প্রাইভেটকার যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারের ড্রাইভার ও অপর এক ব্যক্তি পালিয়ে যায়। পরে, প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, ফেনসিডিলসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।