ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে অবরোধ

পিকেটারদের ধাওয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
পিকেটারদের ধাওয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: পাহাড় থেকে অবরোধ সমর্থকদের ছোড়া ইটপাটকেল থেকে বাঁচতে গিয়ে দুই স্কুলছাত্রকে চাপা দিয়েছে একটি ট্রাক। এতে প্রাণেশ্বর ত্রিপুরা (১২) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই মারা গেছে।



এ ঘটনায় আহত হয়েছে তরুন ত্রিপুরা নামে অপর এক ছাত্র। তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলা সদরের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রাণেশ্বর ত্রিপুরা খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরুপা চাকমা ও সদস্য দ্বিতীয়া চাকমার মুক্তির দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ৮টি সংগঠনের কনভেনিং কমিটি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা সদরের রাবার বাগান এলাকায় অবরোধ সমর্থকরা চলন্ত ট্রাকে পাহাড় থেকে ইটপাটকেল ছোড়ে। এতে ট্রাকটি সেখান থেকে পিছনের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাকে থাকা দুই স্কুলছাত্র পিছনের দিকে লাফ দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণেশ্বর ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় একই স্কুলের ছাত্র তরুন ত্রিপুরা আহত হয়। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকেটার ও ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্য ওই এলাকায় গেছে। নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন ভূঁইয়া ট্রাকের চাপায় একজনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

** খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।