ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে শান্তিচুক্তির বর্ষপূর্তিতে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
বান্দরবানে শান্তিচুক্তির বর্ষপূর্তিতে শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে পার্বত্য শান্তিচুক্তির ১৮তম বর্ষপূর্তিতে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।



শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একে ফজলুল হক, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার, পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্য সা প্রু মার্মা, লক্ষ্মীপদ দাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং নু চিং, আদিবাসী গবেষক সিংইয়ং ম্রো প্রমুখ।

পরে রাজার মাঠে বান্দরবান সেনা রিজিয়নের ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।

এছাড়া একই দিন বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরাতন রাজার মাঠে জনসংহতি সমিতি, বান্দরবান জেলা শাখার উদ্যোগে জনসভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।