ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৭ অতিরিক্ত সচিব পদে বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
৭ অতিরিক্ত সচিব পদে বদলি

ঢাকা: প্রশাসনের সাত কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (০২ ডিসেম্বর) প্রকাশ করা এবং মঙ্গলবার (০১ ডিসেম্বর) স্বাক্ষরিত আদেশে সাতজনকে বদলি করা হয়েছে।



এর মধ্যে রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব জোতির্ময় দত্তকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং মো. আব্দুল কুদ্দসকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত মো. আকরাম আল হোসেনেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির আরিফ মাহমুদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. সাজ্জাদ কবীরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত মো. আতিকুর রহমান খানকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের নিবন্ধক এবং একই বিভাগে সংযুক্ত আবুল বাশার মো. জহিরুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএমএ/আইএ

** পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব পদে পদোন্নতি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।