ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পোশাক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদ

কমলাপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
কমলাপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কমলাপুর বাসস্ট্যান্ডের সামনের সড়কে বাস চাপায় নারী সহকর্মী নিহতের প্রতিবাদে ওই সড়ক অবরোধ করেছে অলিও অ্যাপারেলস লিমিটেডের পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নেয় শ্রমিকরা।

এক পর্যায়ে তারা সড়ক অবরোধে নামে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর আবার সড়ক অবরোধ করে তারা। সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

এতে কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মতিঝিল জোনের পুলিশের সহকারী কমিশনার শেখ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে শ্রমিরা সড়কে অবস্থান নিয়েছে। আমরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছি।

এদিকে মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখায় কমলাপুর ও এর আশপাশের এলাকায় যানজট তীব্র হচ্ছে। এতে বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছে। আমরা বিজিএমইএ’র ক্রাইসিস টিমকে খবর দিয়েছি। তারা ঘটনাস্থলে এসে বিষয়টির একটি সুরাহা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় বলাকা পরিবহনের একটি বাসের চাপায় অলিও অ্যাপারেলস লিমিটেডের ১ নারী পোশাক শ্রমিক নিহত ও ২ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫/আপডেট: ১১০৫ ঘণ্টা

এনএইচএফ /আরএইচএস/আরএম

** কমলাপুরে বাস চাপায় নিহত ১, আহত ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।