ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল মুক্ত দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল মুক্ত দিবসে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল মুক্ত দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির উদ্যোগে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



১৯৭১ সালের ৮ ডিসেম্বর বিনা যুদ্ধে শত্রু মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া শহর। একই দিনে শত্রু মুক্ত হয় সরাইল উপজেলাও।

এদিন সকালে ব্রাহ্মণবাড়িয়ার তৎকালিন কোর্ট বিল্ডিংয়ে (বর্তমান পুরাতন কাচারি) স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।