ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে দস্যু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
রামগতিতে দস্যু আটক ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মো. শামিম (২৭) নামে এক দস্যুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৭ ডিসেম্বর) রাতে রামগতির মাছঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি উপজেলার চরলক্ষ্মী গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে শামিম মেঘনা নদীতে জেলেদের নৌকায় ও ট্রলারে ডাকাতি করে আসছিলেন। স্থানীয় লোকজন সোমবার রাতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নয় সদস্যদের একটি ডাকাতদল রয়েছে বলে শামিম পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।