ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে পিস্তল-মোটরসাইকেলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
সাভারে পিস্তল-মোটরসাইকেলসহ আটক ২ ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারের গেন্ডায় হত্যা ও ডাকাতির একাধিক মামলার আসামি গগনসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৪।

এসময় সন্ত্রাসী কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার করা হয়।



বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মাসুদুর রহমান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার একটি চায়ের স্টল থেকে গগনকে আটক করা হয়। এসময় তার সহযোগী আশরাফুল নামে আরও এক সন্ত্রাসীকে আটক করা হয়।
 
আটক মফিজুল ইসলাম গগন (৩৫) সাভারের ভার্কুতার নলাগড়িয়ার হাজী মো. সামসুল মিয়ার ছেলে। অন্য আটক আশরাফুল আলম (৩৪) সাভারের চুনাচর গ্রামের মো. মাহামুদুল আলম এলাহী সাহাবুদ্দিনের ছেলে।

তাদের বিরুদ্ধে সাভার ও কেরানীগঞ্জে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।