ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আশুগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে ঝুমা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার খড়িয়ালা গ্রামে বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



নিহত ঝুমার বোন কমলা বেগম বাংলানিউজকে জানান, সাত বছর আগে আড়াইসিধা গ্রামের সাইদুর রহমানের সঙ্গে বিয়ে হয় ঝুমার। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে ঝুমার কলহ লেগেই থাকতো। কোনোভাবেই বনিবনা না হওয়ায় দেড় বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর থেকে ঢাকায় একটি মেলামাইন ফ্যাক্টরিতে কাজ শুরু করেন ঝুমা। তার দু’টি মেয়ে রয়েছে।

কমলা আরো জানান, শুক্রবার (২৮ নভেম্বর) বাবার বাড়িতে বেড়াতে আসেন ঝুমা। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ঝুমা। সকালে ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেন। কিন্তু তাতেও কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।