ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
রাজশাহীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় একতলার ছাদ থেকে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই নির্মাণ শ্রমিকের নাম বাবু শেখ (২৫)।

তিনি একই এলাকার আব্দুস সালামের ছেলে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবুর সহকর্মী মানিক জানান, তারা কয়েকজন নির্মাণ শ্রমিক নওদাপাড়া ট্রাক টার্মিনালের পাশে আক্কাস আলী নামের এক ব্যক্তির বাড়ি নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ একতলার ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন বাবু।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহানগরীর রাজপাড়া থানার কর্তব্যরত অফিসার তসলিমা বেগম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।