ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ২ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
মুন্সীগঞ্জে ২ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চাঞ্চল্যকর রিয়াজ হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া এ মামলায় আরো দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।



রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী এই রায় দেন।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-গজারিয়ার যষ্ঠিতলা গ্রামের রিপন খান ও একই উপজেলার হোগলাকান্দি গ্রামের শামিম ভূঁইয়া। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-মো. জালাল ও মো. মঞ্জিল মিয়া। দণ্ডাদেশপ্রাপ্ত চার আসামির মধ্যে মঞ্জিল মিয়া পলাতক।

এদিকে, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল হালিম সরদার।

রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের মার্চ মাসে গজারিয়ার যষ্টিতলা গ্রামের গোলবক্স বেপারীর ছেলে রিয়াজের সঙ্গে একই গ্রামের আহ্নি নামে এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এতে বাধ সাধেন পাশের হুগলাকান্দি গ্রামের হাছেন ভূঁইয়ার ছেলে শামীম।

কিছুদিন পর রিয়াজ ও আহ্নি ঘুরতে গিয়ে নিখোঁজ হন রিয়াজ। ৩ দিন পর গ্রামের একটি ধানক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়। পরে গজারিয়া থানায় রিয়াজের বাবা গোলবক্স দেওয়ান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫/আপডেট: ১৯২৫ ঘণ্টা
এসআই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।