ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
মঙ্গলবার খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ

খাগড়াছড়ি: ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি শাখার সভানেত্রী নিরূপা চাকমা ও দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমাকে সোমবারের মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে মঙ্গলবার খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

রোববার(২৯ নভেম্বর) বিকেলে সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান ইউপিডিএফ সমর্থিত ৮ গণসংগঠনের কনভেনিং কমিটির আহ্বায়ক সোনালী চাকমা ও সদস্য সচিব অংগ্য মারমা।



এর আগে সকালে সদর উপজেলা এলাকা থেকে আইনশৃঙ্খলাবাহিনীর ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

ফিলিস্তিন সংহতি দিবস ও ৭১’র গণধর্ষণের দায়ে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবিতে ৮ সংগঠনের কনভেনিং কমিটির ব্যানার নিয়ে উপজেলা এলাকায় থেকে মিছিল বের করার চেষ্টা করে সংগঠনের নেতাকর্মীরা।

তবে, অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলে বাধা দিলে বাকবিতণ্ডার এক পর্যায়ে মিছিল থেকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দুই নেত্রীকে আটক করা হয়।

এদিকে, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামসুদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, আটকদের বিরুদ্ধে ভাঙচুর, হামলা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।