ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকা মূল্যের মাছ নিধনের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকা মূল্যের মাছ নিধনের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিষ প্রয়োগে আব্দুল কুদ্দুছ নামে এক মাছচাষীর পাঁচ লাখ টাকা মূল্যের মাছ নিধনের অভিযোগ উঠেছে।  

রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে।



দুপুরে স্থানীয় উপজেলা মৎস্য কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এলাকা‍বাসী জানায়, মাছ চাষী ও সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ এক একর ১১ শতকের একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।

আব্দুল কদ্দুছ বাংলানিউজকে বলেন, প্রতিবেশী মাইজ উদ্দিনের কাছ থেকে জানতে পারি, পুকুরের মাছ মরে ভেসে উঠছে। পুকুরটিতে প্রায় পৌনে তিন লাখ টাকার পোনা মাছ ছাড়া হয়েছিলো। বর্তমানে যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা।

বিষ প্রয়োগেই মাছ মারা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বশিরুল আলম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মাছ ও পুকুরের পানি সংগ্রহ করা হয়েছে। সঠিক কারণ নির্ণয় করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।