ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বৃদ্ধাকে হত্যার দায়ে নারীর ১০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
গৌরনদীতে বৃদ্ধাকে হত্যার দায়ে নারীর ১০ বছর কারাদণ্ড

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধাকে হত্যার দায়ে মর্জিনা নামে এক নারীকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

রোববার (২৯ নভেম্বর) বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।



আসামি মর্জিনা বেগম উপজেলার হোসনাবাদ এলাকার নেছার সরদারের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতউন্নবী জাকির।

আদালত সূত্রে জানা গেছে, একই বাড়ির বাসিন্দা সান্টু মৃধাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো নেছার সরদারের।

এ বিরোধের জের ধরে ২০০৯ সালের ৪ নভেম্বর রাত ৮টায় প্রতিপক্ষকে গালিগালাজ করছিলো আসামি মর্জিনা বেগম।

এ সময় সান্টু মৃধার স্ত্রী রোজিনা বেগম বাসা থেকে বেরিয়ে প্রতিবেশী এক ব্যক্তির কাছে নালিশ দিতে গেলে মর্জিনা, তার স্বামী ও শাশুড়ি মিলে রোজিনার ওপর হামলা চালায়।

এ অবস্থা দেখে রোজিনার শাশুড়ি আকিমুন্নেছা বাধা দিলে তাকেও মারধর করে মর্জিনা। মারধরে গুরুতর অসুস্থ হয়ে পরে বৃদ্ধা আকিমুন্নেছা।

এ সময় রোজিনার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে গ্রাম্য ডাক্তার দেখায়। পরদিন ভোরে মারা যায় আকিমুন্নেছা।

এ ঘটনায় ওই দিনই রোজিনা বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার উপ পরিদর্শক  (এসআই) শাহ জালাল খলিফা ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি  তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

আদালতে ১২ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হলে আসামি মর্জিনাকে ৩০৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।