ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
মৌলভীবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের লেইক রোড এলাকা থেকে লিমা আক্তার পিংকি (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী মাসুদকে আটক করেছে পুলিশ।



রোববার ( ২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে মিয়াদন মিয়াভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লিমা আক্তার পিংকি লেইক রোডের আপন টেইর্লাসের স্বত্বাধিকারী মাসুদ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সাত মাস আগে লিমার সঙ্গে মাসুদ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা মিয়াদন মিয়াভবনে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন।

রোববার সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর মাসুদ বাসা থেকে বেরিয়ে যান। বিকেলে ফিরে এসে ডাকাডাকি করে লিমার সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখতে পান লিমা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে  ঝুলে আছেন।

পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বাংলানিউজকে জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে।

এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।