ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়নে লিপ্ত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
‘রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়নে লিপ্ত’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়নে লিপ্ত, তাদের পরিশুদ্ধ করা জরুরি বলে মন্তব্য করেছেন দ্য হাঙ্গার প্রজেক্ট’র  গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশে ভয়ের সংস্কৃতি নির্মাণে রাজনৈতিক দলের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।



ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা প্রায়ই বলে থাকি, দুর্বলের শাসন ভয়ঙ্কর। কারণ দুর্বলরা আতংক ও ভয়ের মাধ্যমে তার শাসন বজায় রাখে। আমাদের রাজনৈতিক দলগুলো ভয়ের সংস্কৃতি তৈরির ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে।

তিনি বলেন, রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্র চলতে পারে না, গণতন্ত্র কার্যকর হতে পারে না। বর্তমানে রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়নে লিপ্ত রয়েছে। তাই রাজনৈতিক দলগুলোকে পরিশুদ্ধ করা জরুরি।

গোলটেবিল বৈঠকে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়াসহ অনেকে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তরুণ গবেষক সুমনা সরকার।   

সোহরাব হাসান বলেন, আজকে ভয়ের সংস্কৃতি পুরোপুরি জেগে উঠেছে। আগেও ভয়ের সংস্কৃতি ছিল। বর্তমানে তা ভয়াবহ আকার ধারণ করেছে। ভয়ের সংস্কৃতির একটি বড় কারণ আইনের শাসনের অভাব।

আইনের প্রয়োগ যেভাবেই হোক, তা ভয়ের সংস্কৃতির বিপরীতে নিরাপত্তা নিশ্চিত করে। ভয়ের সংস্কৃতি রোধে সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। আমরা যদি সাহস করে কথা বলতে পারি, তাহলে ভয়ের সংস্কৃতি অনেকাংশে কমে যাবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।