ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর দাবি

ময়মনসিংহ: আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরো ১৫ দিন বাড়ানোর দাবি জানিয়েছেন ময়মনসিংহ জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন।  

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।



বিবৃতিতে অ্যাডভোকেট সাদিক হোসেন বলেন, যেহেতু আসন্ন পৌর নির্বাচনে সকল প্রার্থীকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে। সে কারণে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরো ১৫ দিন বৃদ্ধি করা প্রয়োজন।

কেননা বিগত ঈদ ও প‍ূজার কারণে অনেক করদাতারা অর্থনৈতিক সংকটসহ নানা সমস্যার কারণে রিটার্ন দাখিল করতে পারেনি।

তিনি বলেন, সময়সীমা বৃদ্ধি পেলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং করদাতারা স্বস্তিতে আয়কর পরিশোধ করতে পারবেন।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে এনবিআর চেয়ারম্যানের প্রতি তিনি এ দাবি জানান।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা নভেম্বর ২৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।