ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড

দেড় ঘণ্টার অভিযানে সাড়ে তিন ঘণ্টা বিক্ষোভ-উত্তেজনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
দেড় ঘণ্টার অভিযানে সাড়ে তিন ঘণ্টা বিক্ষোভ-উত্তেজনা ছবি: মাহমুদ পিয়াস/ বাংলানিউজটোয়েন্টিফর.কম

ঢাকা: রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সড়ক থেকে ট্রাক-কাভার্ড ভ্যান যেন কোনোভাবেই সরানো যাচ্ছে না। দফায় দফায় আল্টিমেটাম দেওয়ার পরও কোনো কাজ না হওয়ায় শুরু হয় সিটি করপোরেশনের অভিযান।

কাজ হয়নি অভিযানেও। অবৈধ দখল উচ্ছেদে রোববার (২৯ নভেম্বর) বেলা একটার দিকে অভিযান শুরু হয়।

অভিযানের শেষ ভাগে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া, ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ, মিথ্যা গুজবে ভর করে উত্তেজনার মধ্য দিয়ে অভিযান পণ্ড হয়ে যায়।

শ্রমিকদের বিক্ষোভে মুখে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান ড্রাইভার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা ‘অবরুদ্ধ’ ছিলেন অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

আর বিক্ষোভের শুরুতেই ঘটনাস্থল ত্যাগ করেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বেলা দুইটার পর থেকে সাতরাস্তা থেকে ফার্মগেট, কারওয়ানবাজারে যাওয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ট্রাক শ্রমিকরা। এ সময়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা একটার দিকে উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের আশপাশে এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।

ট্রাকস্ট্যান্ডের উত্তর দিকে পানি উন্নয়ন বোর্ডের আশপাশে, ১৪ নম্বর এলাকায় অভিযান শেষ করে ট্রাক স্ট্যান্ডে থাকা অকেজো ট্রাক উচ্ছেদ শুরু হয়।

এ সময় (বেলা দেড়টা) শ্রমিকদের কয়েকজন উচ্ছেদ অভিযানে ব্যবহার করা বুল ডোজারকে কেন্দ্র করে ঢিল ছোড়তে থাকেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছররা গুলি ছোড়ে। এসময় এতে জসিম উদ্দিন নামে এক কাভার্ড ভ্যান চালক আহত হন।

জসিম ‘মারা’ গেছেন গুজব ছড়িয়ে উত্তেজনা আরও ব্যাপক আকার নেয়। উদ্ধুত পরিস্থিতিতে ঘটনাস্থলে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান ড্রাইভার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ঢুকেন ঢাকা উত্তরের সিটি মেয়র। আর ঘটনাস্থল থেকে চলে যান রেলমন্ত্রী।  

এরপর বিক্ষোভরত শ্রমিকরা ট্রাকস্ট্যান্ডের সামনের সড়কে নেমে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন। এক পর্যায়ে সাতরাস্তা মোড়েও বিক্ষোভের পাশাপাশি গাড়ি ভাঙচুর করেন তারা।  

মেয়রের প্রটোকলের গাড়ি ও কয়েকটি সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করেন শ্রমিকরা।

বিকেল তিনটার দিকে বিক্ষোভ ও উত্তেজনা চারদিকে ছড়িয়ে পড়ে। রাস্তায় টায়ার জ্বেলে ও নানা স্লোগান দিয়ে পুরো এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

মিথ্যা গুজবে উত্তেজনা:
কাভার্ড ভ্যান চালক আহত জসিম উদ্দিন ‘মারা’ গেছেন বলে গুজব ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে।

সংবাদকর্মীদের  আক্রমণ ও গাড়ি ভাঙচুর:
বিক্ষোভের এক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীর ওপরও হামলা করেন ট্রাক শ্রমিকরা। ট্রাকের ওপরে ওঠে ভিডিও চিত্র ও আলোচচিত্র তোলার সময়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় তাদের। এ সময় বিডিনিউজ২৪.কমের ফটোসাংবাদিক তানভীর মাহমুদ, চ্যানেল আইয়ের গাড়ি চালক আজাহারসহ বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন।  

ক্ষোভ অবৈধ দখলদারদেরও, আছে জমির দলিল!

অভিযানের বিরুদ্ধে ক্ষোভ ঝরছে ট্রাকস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে স্থাপনা তৈরি  করে বসবাসকারীদেরও।

ট্রাকস্ট্যান্ডের ১৪ নম্বর এলাকায় উচ্ছেদ করতে গেলে জমির দলিল, ট্যাক্সের রশিদও দেখান কয়েকজন। তাদের দাবি- বৈধভাবেই এখানে বাস করছেন তারা।

শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মেয়রের সাড়ে তিন ঘণ্টা:
বিক্ষোভ ছড়িয়ে পড়লে ট্রাক স্ট্যান্ডে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান ড্রাইভার অ্যাসোসিয়েশন কার্যালয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা বসে ছিলেন মেয়র আনিসুল হক।
কার্যালয়ে মেয়র ‘অবরুদ্ধ’ থাকলেও এর বাইরে বিক্ষোভ করেন শ্রমিকরা।

ইউনিয়নের কার্যালয়ে মেয়র আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘রাস্তায় কোনো ট্রাক রাখতে দেওয়া হবে না। এক শ্রেণির লোকের ইন্দনে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যারা অবৈধভাবে দখল করে আছে তারা এর পেছনে নেতৃত্বে আছে। ’

‘অবরুদ্ধ’ মেয়রের ইউনিয়ন কার্যালয় ত্যাগ:
বিকেল সাড়ে চারটার দিকে হ্যান্ড মাইকে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান ট্রাক মালিকরা।

এরপর পুলিশের কড়া নির‍াপত্তায় মেয়র ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে চলে যান। এ সময়ে তিনি ভালো মানের ট্রাক স্ট্যান্ড তৈরি করার আশ্বাসের পাশাপাশি শ্রমিকদের সহযোগিতা চান।

পুলিশের ভাষ্য:
নগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। আহত ব্যক্তিও সুস্থ আছেন। ’

তবে পুলিশের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলে দাবি করেন তিনি।

পরিস্থিতি স্বাভাবিক, যানচলাচল শুরু:
বিক্ষোভ-উত্তেজনার শুরু থেকেই ঘটনাস্থলে ব্যাপক পুলিশ সদস্য ও র‌্যাব সদস্যদের উপস্থিতি দেখা যায়। তবে সন্ধ্যা ছয়টার পর থেকে ঘটনাস্থল ও এর আশপাশ অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। বিভিন্ন সড়কে যানবাহনও চলাচল করছে।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
একে/এমএ

** শ্রমিকদের সহযোগিতা চাইলেন মেয়র আনিস ‍
** রাস্তায় কোনো ট্রাক পার্কিং করতে দেওয়া হবে না
** গুজব ছড়িয়ে উত্তেজনা, গুলিবিদ্ধ দু’জন ঢামেকে
** গুজব ছড়িয়ে উত্তেজনা, আহত ১
** অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, আহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।