ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
যাত্রাবাড়ীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে শাহনাজ (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামীর নাম মফিজুর রহমান মিন্টু।



রোববার (২৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে উত্তর-পশ্চিম যাত্রাবাড়ীর ১৩/সি নম্বরের বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ওই বাসায় গিয়ে রক্তাক্ত অবস্থায় নিহতের মরদেহ করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খোঁজ নিয়ে জানতে পারি, ১০ থেকে ১২ দিন আগে দেবরের সঙ্গে পালিয়ে আসেন শাহনাজ। তারা ওই বাসায় ভাড়া থাকতেন। কে বা কারা তাকে খুন করেছেন তা জানতে তদন্ত চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এজেডএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।