ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে শেষ হলো বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
শ্রীমঙ্গলে শেষ হলো বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শেষ হলো বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক সম্মেলন। দু’দেশের মধ্যকার সীমান্ত সমস্যা সমাধান ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এ ডিসি-ডিএম সম্মেলন অনুষ্ঠিত হয়।



শনিবার (২৮ নভেম্বর) থেকে সোমবার (৩০ নভেম্বর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সিলেট ও মৌলভীবাজার এবং ভারতের আসাম ও করিমগঞ্জ জেলার জেলা প্রশাসকসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশের পক্ষে ১৩ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্বে ছিলেন মৌলভীবাজারের ডেপুটি কমিশনার মো. কামরুল হাসান ও ভারতের পক্ষে ৮ সদস্য দলের নেতৃত্ব দিয়েছেন আসাম কাচারের ডেপুটি কমিশনার (আইএস) শ্রী এস বিশ্বনাথন।

এছাড়াও ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে বাংলাদেশে এসে যারা সম্মেলনে অংশ নিয়েছেন তারা হলেন- করিমগঞ্জের ডেপুটি কমিশনার (এসিএস) সঞ্জিব কুমার বড়ুয়া, কাসারের সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ রাজবীর সিং, করিমগঞ্জের সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ প্রদীপ রঞ্জন কর, বিএসএফ ৫৩ ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তা (সিও) সঞ্জিব যোশি, কাসারের ডিস্ট্রিক্ট উন্নয়ন কমিশনার (এসসিএস) এম কে দাস, এডিশনাল ডেপুটি কমিশনার (রাজস্ব) এআর সিং ও ডেপুটি কমিশনার প্রবীর দাস চৌধুরী।

বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে ছিলেন - সিলেটের ডেপুটি কমিশনার মো. জয়নাল আবেদিন, সিলেট ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী, শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লে. (পিএসসি) কর্নেল নাসির উদ্দিন আহমেদ, সিলেটের সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ নূর-ই আলম মিনা, মৌলভীবাজারের সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ মো. শাহ জালাল, বিয়ানীবাজার ৫২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আবদুল্লাহ আল মাহমুদ, মৌলভীবাজারের এডিশনাল ডেপুটি কমিশনার প্রকাশ কান্তি চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা শহিদুল হক প্রমুখ।

সোমবার সম্মেলনের সমাপনী দিনে সংবাদ সম্মেলনে মৌলভীবাজারের ডেপুটি কমিশনার মো. কামরুল হাসান সাংবাদিকদের বলেন, সম্মেলনে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর থেকে ভারতের  লাতু হয়ে করিমগঞ্জে রেলযোগাযোগ, সুনামগঞ্জের সীমান্ত হাট চালু, আইসিপির উন্নয়ন, সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়াও মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

সোমবার বিকেলেই ভারত ফিরে যাবেন সফররত প্রতিনিধি দলটি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বিবিবি/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।