ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মরদেহ হাসপাতালে রেখে পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
মরদেহ হাসপাতালে রেখে পলায়ন ছবি: প্রতীকী

ফেনী: ফেনীতে মধ্যবয়সী এক নারীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে অজ্ঞাতনামা দুই ব্যক্তি।  
 
সোমবার (৩০ নভেম্বর) সকালে ফেনী সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।


 
হাসপাতাল সূত্র জানায়, সকালে দুই ব্যক্তি অচেতন অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে হাসপাতালের মেঝেতে রেখে পালিয়ে যান তারা।
 
পরে, দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ওই নারীর সঙ্গে পরিচিত কেউ না থাকায় মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
ফেনী সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার অসিম কুমার সাহা বাংলানিউজকে বলেন, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে রেখে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পালিয়ে গেছেন।   
 
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।