ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝিনাইদহ টিভি সেন্টার ও কালীগঞ্জের ঈশ্বরবা-  কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতদের মধ্যে কোটচাঁদপুরের বামনদাহ গ্রামের জাহাঙ্গীর হোসেন রাকিবের (৩৮) নাম জানা গেছে।

খবর পেয়ে ঝিনাইদহ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন-চুয়াডাঙ্গা জেলার আব্দুস ছাত্তারের স্ত্রী মরিয়ম খাতুন (২৫), হাসান আলী (৩০) ও তার স্ত্রী মিতা খাতুন (২৫) ও তার ছেলে মাহিন (৩), এস.এম হাসান (৭৪), তার স্ত্রী সাহিদা খানম (৬৮) ও তার মেয়ে আছমা ইয়াসমিন রোমা (৪০), রাব্বি আজাদ সিদ্দিক (২৮) সহ ১২ জন।

স্থানীয়রা জানায়, বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝিনাইদহ টিভি সেন্টার এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ১০ জন যাত্রী আহত হয়।

অপরদিকে কালীগঞ্জের ঈশ্বরবা-কড়ইতলা এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর দু’জনের মৃত্যু হয়।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে এ ঘটনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।