ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফমেকে লিফটের কেবিনে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ফমেকে লিফটের কেবিনে পড়ে যুবকের মৃত্যু ফাইল ফটো

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ফমেক) নতুন ভবনে জোর করে দরজা খুলে লিফটের ভেতরে যাওয়ার চেষ্টা করে নিচে পড়ে মামুন শেখ (৩৬) নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।



মামুন রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের হারুন শেখের ছেলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গনপতি বিশ্বাস শুভ জানান, দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে লিফটটি পাঁচতলা থেকে উপরে উঠছিল। ওই যুবক তখন জোর করে দরজা খুলে লিফটে উঠার চেষ্টা করে। কিন্তু লিফটটি উপরে চলে যাওয়ায় কেবিনে পড়ে যায় ওই যুবক।

পরে কর্মচারীরা লিফট বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থা দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।