ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুর সেন্ডিং এজেন্সিজের সভাপতি ন‍ূর আলী, মহাসচিব কিরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সিঙ্গাপুর সেন্ডিং এজেন্সিজের সভাপতি ন‍ূর আলী, মহাসচিব কিরণ

ঢাকা: সিঙ্গাপুর সেন্ডিং এজেন্সিজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এর সভাপতি হয়েছেন ইউনিক ইস্টার্ণ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূর আলী আর মেরিট ট্রেড ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী (সিইও) হাসান আহমেদ চৌধুরী কিরণ মহাসচিব হয়েছেন।



সোমবার (৩০ নভেম্বর) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি অভিবাসন ব্যয় সহনীয় পর্যায়ে রাখার উদ্দেশ্যে সিঙ্গাপুরে কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশানের ইউনিক ওভালে অনুষ্ঠিত ওই সভায় সিঙ্গাপুর সেন্ডিং এজেন্সিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সবার সম্মতিতে ইউনিক ইস্টার্ণ প্রাইভেট লিমিটেডের এমডি মোহাম্মদ নূর আলীকে সভাপতি এবং মেরিট ট্রেড ইন্টারন্যাশনালের সিইও হাসান আহমেদ চৌধুরী কিরণকে মহাসচিব করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়।

এছাড়া মঞ্জুর কাদের ও মেজর (অব.) তানিম হাসানকে সহ সভাপতি, শাহজাদা আহমেদ রনিকে যুগ্ম সাধারণ সম্পাদক, সালাহউদ্দিন খানকে অর্থ সচিব এবং মিজানুর রহমানকে নির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে।

সভায় সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রিত রাখাসহ কর্মীর সুরক্ষা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি) অঙ্গীকার করে সিঙ্গাপুর সেন্ডিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন।

এছাড়া ভিসা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।