ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন একদিনও পেছানো সম্ভব নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পৌর নির্বাচন একদিনও পেছানো সম্ভব নয় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ

ঢাকা: পৌরসভা নির্বাচন একদিনও পেছানো সম্ভব নয় বলে আবারও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেন, দলগুলো পেছানোর দাবি করায় আমরা আলোচনায় বসেছিলাম।

চেষ্টা করেছিলাম একদিনও যদি পেছানো যায় কিন্তু আমাদের হাতে সময় নেই। আর সংসদ সদস্যরাও (এমপি) নির্বাচনে প্রচারণায় যেতে পারবেন না।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ত্যাগ করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

কাজী রকিবউদ্দিন বলেন, ২০ ডিসেম্বরও যদি ভোটের সময় রেখে তফসিল করা যেতো, পেছানোর সুযোগ থাকতো। কিন্তু শেষ সময়ে এসে তফসিল ঘোষণা করতে গিয়ে ৩০ ডিসেম্বরে ভোটের তারিখ রাখা হয়েছে। এতে পর্যাপ্ত সময় রাখা হয়েছে। এরপরও একদিন পেছানো যায় কিনা যাচাই করে দেখেছি কিন্তু সে সুযোগও নেই আমাদের।
 
তিনি বলেন, যেহেতু আইন সংশোধনের গেজেট আমরা দেরিতে পেয়েছি তাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এবং বিধিমালা আমাদের দ্রুততার সঙ্গে করতে হয়েছে। আমাদের হাতে টাইম ছিল না।

অন্যদিকে, মন্ত্রী-এমপিদের প্রচারণার সুযোগ না দেওয়ার যে বিধান সেটিও পরিবর্তন করা এ পর্যায়ে ঠিক হবে না বলে মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, ভবিষ্যতে ‍অন্য নির্বাচনগুলোতে এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 
বিদ্যমান আচরণবিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থীর পক্ষে প্রচারণায় যেতে পারবেন কিনা জানতে চাইলে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, এ বিষয়ে আইনেই বলা রয়েছে।
 
এদিকে, বর্তমান সংশোধিত আচরণবিধিতে দলীয় প্রধানের প্রচারণায় যাওয়ার সুযোগ রয়েছে। বিধিমালা অনুযায়ী দলীয় প্রধান হেলিকপ্টারে প্রচারণায় যেতে পারবেন বলেও উল্লেখ রয়েছে। তবে সরকারি সুবিধাভোগী হিসেবে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচরণায় যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন- প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, উপনেতা, মন্ত্রী, এমপি, সিটি মেয়রের কথা বলা রয়েছে।
 
এক দলের শীর্ষ নেতা প্রচারণায় যেতে পারবেন, অন্য দলের নেতারা যেতে পারবেন না, এমন ভুল কেমন করে হলো? জানতে চাইলে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, এটি তো ভুল না। এটি একটা বিষয় পরিমাপ করা। আর এটিই তো শেষ নির্বাচন নয়। আমরা অভিজ্ঞতা নেবো। যদি দেখি কোনোটা সঠিক হচ্ছে না, তবে অন্য নির্বাচন রয়েছে। তখন এগুলো ঠিক করে নেবো।
 
জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নিবন্ধিত দলগুলো তাদের দলীয় প্রতীকে নির্বাচন করে। আইনে সেটি বলা আছে। তবে উনারা দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন না।
 
আইন ও বিধিমালা অনুযায়ী, স্বতন্ত্র থেকে দলটির নেতাকর্মীদের নির্বাচন করার সুযোগ রয়েছে।
 
আরেক প্রশ্নের জবাবে সিইসি জানান, একজন প্রস্তাবক একজন কাউন্সিলরকে ও একজন মেয়রকে প্রস্তাব করতে পারবেন। কিন্তু একজন কাউন্সিলর দু’জন মেয়র বা দু’জন কাউন্সিলরকে প্রস্তাব করতে পারবেন না।
 
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫, আপডেট ১৯০৬
ইইউডি/আইএ

** পৌর নির্বাচন পেছাবে না, প্রচারণার সুযোগ পাবেন না এমপিরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।