ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ভটভটি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
নওগাঁয় ভটভটি উল্টে চালক নিহত

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলার রঞ্জনিয়ার মোড়ে ভটভটি উল্টে চালক ফিরোজ হোসেন (৩৮) নিহত হয়েছেন।

বুধবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আবাদপুকুর-রাণীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।



ফিরোজ রাণীনগর উপজেলার বরগাছা গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বরগাছা থেকে ভটভটিতে করে মাছ নিয়ে রাণীনগর বাজারে আসছিলেন ফিরোজ। পথে রঞ্জনিয়ার মোড়ে পৌঁছার পর তিনি নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফিরোজের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।