ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে অস্ত্রসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
সবুজবাগে অস্ত্রসহ আটক ২

ঢাকা: রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।

বুধবার (০২ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, মঙ্গলবার (০১ ডিসেম্বর) দিনগত রাতে সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে। তারা হলেন- মো. মোজাহিদুর রহমান ওরফে আবেদ এবং মো. আরিফ হোসেন।

এ সময় ওই দু’জনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, দু’টি ছোরা, দু’টি ধারালো চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।

ডিসি মুনতাসিরুল জানান, রাতে ডাকাতি চেষ্টার সময় তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।