ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

তিতাসে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
তিতাসে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলায় যৌতুক না পেয়ে শিমু আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তার স্বামী হাসান মিয়াকে আটক করেছে পুলিশ।



বুধবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘোষকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, যৌতুক না পেয়ে ওই গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী হাসান মিয়াকে আটক করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।