ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
নাটোরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নাটোর: নাটোরের তেবাড়িয়া রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক (২৮) নিহত হয়েছেন।

বুধবার (২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই যুবক শহরের তেবাড়িয়া রেল ক্রসিং পার হয়ে রেল লাইন ধরে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলেন। ওই মুহূর্তে ঢাকা থেকে রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বাংলানিউজকে এ ঘটনা জানান।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।