ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অফিসার্স ক্লাবে আনন্দ মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
অফিসার্স ক্লাবে আনন্দ মেলার উদ্বোধন ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর অফিসার্স ক্লাবে বুটিকস, হস্তশিল্প ও পোশাক শিল্পজাত পণ্যের সমাহার নিয়ে তিন দিনব্যাপী আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে ক্লাবের নারী কমিটি আয়োজিত এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।



উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, অফিসার্স ক্লাবের নারীদের মেলা আয়োজনের এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে ক্লাবের নারী সদস্যদের মধ্য থেকে ব্যবসায়িক উদ্যোক্তাও আসা দরকার। শুধু সরকারি অফিসারের স্ত্রী হয়ে থাকলে চলবে না। আপনাদের নিজস্বতাও থাকা দরকার।

এসময় তিনি অফিসার্স ক্লাব নিয়ে স্বাধীনতা পূর্ব তার বসবাসের নানা স্মৃতিচারণ করেন।

ফিতা কেটে, বেলুন উড়িয়ে দেড় শতাধিক স্টল নিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে কয়েকটি স্টলও ঘুরে দেখেন মন্ত্রী।

নারী কমিটি আয়োজিত এ মেলা শনিবার (১২ ডিসেম্বর) শেষ হবে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।

সভানেত্রী সৈয়দা শামীমা সুলতানা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক আবু আলম মো. শহিদ খান, ভাইস চেয়ারম্যান এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের ভাইস চেয়ারম্যান শাহজাহান মজুমদার।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এইচআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।