ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
যশোরে হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবি: প্রতীকী

যশোর: যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে পিকআপভ্যান থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।



আটক ব্যবসায়ীরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী-মচ্ছলন্দপুর গ্রামের সুমন বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাস (২৬) ও একই উপজেলার মধ্যপাড়া-আড়পাড়া গ্রামের লায়েক কাজীর ছেলে রিপন কাজী (২৯)।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় (ঢাকা মেট্রো-ন ১৬-৯৯৩৯) নম্বরধারী একটি পিকআপভ্যানকে থামতে সংকেত দেওয়া হয়। এ সময় পিকআপভ্যান থামালে দুই ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। পরে পিকআপে তল্লাশি চালিয়ে এক হাজার বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া গেলে চালক মামুন ও রিপন নামে দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক দুইজন ছাড়াও পালিয়ে যাওয়া দুই ব্যক্তি যশোরের চৌগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জুল হোসেনের ছেলে আতিয়ার রহমান (৪৫) ও ঢাকার আশুলিয়া উপজেলার জিরানবাজার এলাকার নূর হোসেনের ছেলে শামীমকে (২৮) পলাতক আসামি করে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।