ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে জাপা’র ২ নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
মৌলভীবাজারে জাপা’র ২ নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা জাতীয় পাটির সভাপতি সৈয়দ শাহবুউদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হককে কাফনের কাপড় পাঠিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ডাকযোগে তাদের শহরের বসাভবনে এ চিঠি এসে পৌঁছায়।



মৌলভীবাজার জেলা জাতীয় পাটির সভাপতি সৈয়দ শাহবুউদ্দিন বাংলানিউজকে বলেন, সকাল ১১টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ম রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে একটি চিঠি এসে পৌঁছায়। চিঠিটি খুলে দেখতে পাই খামের ভেতর কাফনের কাপড়, ইঁদুর মারার ওষুধ ও একটি সাদা কাগজ। তাতে লেখা রয়েছে “আপনারা ব্যস্ত রাজনীতিবিদ, রাজনীতি থেকে সরে দাড়ান না হয় বিষ খেয়ে মরেন। ”

অপরদিকে জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক জানান, সকাল ১১টার দিকে ঘুমতে থেকে উঠে দেখতে পাই ম রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি চিটি এসেছে। সেটি খুলে দেখতে পাই এক টুকরো কাফনের কাপড়।  

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বাংলানিউজকে জানান, আমাকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।