ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি প্রতিটি সেক্টরে হবে দুদকের গণশুনানি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
সরকারি প্রতিটি সেক্টরে হবে দুদকের গণশুনানি

ঢাকা: শুধু ভূমি কিংবা সাব-রেজিস্ট্রার অফিস নয়; পর্যায়ক্রমে সরকারি প্রতিটি বিভাগকে গণশুনানির আওতায় আনা হবে। রাষ্ট্রের সেবা বঞ্চিত জনসাধারণরা সংশ্লিষ্ট সেক্টরের কর্মকর্তাদের সামনেই সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন।

দুর্নীতি-অনিয়মের দালিলিক তথ্য থাকলে দুদক সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
 
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদকের আয়োজনে ‘গণশুনানি’ অনুষ্ঠানে এমনটাই বললেন সংস্থাটির চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
 
দুদক চেয়ারম্যান বলেন,  দুদক প্রাথমিকভাবে ভূমি ও সাবরেজিস্টার অফিস ও এর সেবা গ্রহীতাকে নিয়ে গণশুনানি আয়োজন করছে। এর মানে এই নয়, সরকারি অন্য কোনো অফিসে অনিয়ম হচ্ছে না। তবে ভূমি ও সাব-রেজিস্ট্রার অফিসের সঙ্গে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা অনেক বেশি। তাই প্রাথমিকভাবে এই অফিসগুলো দিয়ে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সরকারি প্রতিটি বিভাগকে গণশুনানির মাধ্যমে জনগণের মুখোমুখি করা হবে।
 
তিনি বলেন, বিগত দিনের গণশুনানির সাফল্যের ওপর ভিত্তি করে আজ (বৃহস্পতিবার) এ গণশুনানি আয়োজন করা হয়েছে। এ গণশুনানি অব্যাহত থাকবে। সেই সঙ্গে গণশুনানির পরবর্তী সময়ে ভুক্তভোগীদের কি অবস্থা সে বিষয়ে দুদককে মনিটরিং করার ব্যবস্থা করতে হবে। আমরা এ বিষয়ে চিন্তা-ভাবনা করছি। শুধু দুদক নয়, জেলা-উপজেলা পর্যায়ে যে সব সরকারি অফিস রয়েছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ উদ্যোগে গণশুনানি আয়োজন করতে পারেন।
 
বিশেষ অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, এ যাবত যেসব জায়গায় গণশুনানি হয়েছে তার প্রতিক্রিয়া অত্যন্ত আশাব্যাঞ্জক। যেসব অফিস থেকে সরকারি সেবা দেওয়া হয় সেসব কর্মকর্তা-কর্মচারীকে জবাবদিহিতার মুখোমুখি করতে এ গণশুনানি।
 
দুদক কমিশনার (অনুসন্ধান) মো. নাসির উদ্দিন বলেন, সরকারি সেবা পাওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকারি সেবা ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতেই দুদক এ গণশুনানির আয়োজন করছে।

এর আগে ঢাকার বাইরে ময়মনসিংহ, সাভার, কক্সবাজারে গণশুনানি করা হয়েছে। সেখানে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এ গণশুনানি বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
 
সরকারি কর্মকর্তাদের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকার তিন অঞ্চলের (তেজগাঁও, গুলশান, ও কোতোয়ালি) সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার অফিসে সেবা নিতে গিয়ে যারা হয়রানি বা বঞ্চনার শিকার হয়েছেন তারা এ অনুষ্ঠানে অভিযোগ জানিয়েছেন। এ আয়োজনের সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন।

দুদক সচিব আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন জাইকার উপদেষ্টা হিরোকি ওয়াতানাবে, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিনসহ রাজধানীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এডিএ/জেডএস

** রাজধানীতে ভ‍ূমিসেবা বঞ্চিতদের নিয়ে চলছে দুদকের ‘গণশুনানি’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।