ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ প্রেসক্লাব নির্বাচনের ফল প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ঝিনাইদহ প্রেসক্লাব নির্বাচনের ফল প্রকাশ

ঝিনাইদহ: উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আলাউদ্দিন আজাদ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভি প্রতিনিধি মিজানুর রহমান পেয়েছেন ১৫ ভোট।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন সমকালের মাহমুদ হাসান টিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন পেয়েছেন ১৩ ভোট।

সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই পেয়েছেন ১৬ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ঝিনাইদহ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এম রবিউল ইসলাম রবি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একাত্তর টিভির রাজিব হাসান পেয়েছেন ১১ ভোট।

এছাড়া ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এস এ টিভি, বণিকবার্তা ও রাইজিংবিডিডটকম এর ফয়সাল আহমেদ এবং নির্বাহী সদস্য পদে নিউএজ এর দেলোয়ার কবীর, প্রথম আলোর আজাদ রহমান, দিনকাল’র আসিফ ইকবাল কাজল, বিটিভি’র পিন্টু লাল দত্ত, দৈনিক জনতার আজিজুর রহমান সালাম ও যমুনা টিভি’র আহমেদ নাসিম আনসারী।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসার এ এস এম কবীর। তার সহকারী ছিলেন আব্দুস সালাম ও ইসলাম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।