ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ মুক্ত দিবসে বিজয় র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ময়মনসিংহ মুক্ত দিবসে বিজয় র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলুক’, এ শ্লোগান নিয়ে ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর ছোটবাজার এলাকা থেকে বের হওয়া এ বিজয় র‌্যালির নেতৃত্ব দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও স্থানীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ।



এসময় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ফকরুল ইমাম, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের ছোটবাজার মুক্তমঞ্চ এসে শেষ হয়।

এর আগে, ছোট বাজার মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।