ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ বেতারে বহিরাগত মহাপরিচালক পদায়নের বিরোধিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বাংলাদেশ বেতারে বহিরাগত মহাপরিচালক পদায়নের বিরোধিতা

ঢাকা: বাঙালির নানা ইতিহাসের সাক্ষী বাংলাদেশ বেতারে বহিরাগত মহাপরিচালক নিয়োগের বিরোধিতা করেছেন বিসিএস তথ্য (সাধারণ) বেতারের ক্যাডার কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির এক সাধারণ সভায় এ বিরোধিতা করা হয়।

সমিতির নব-নির্বাচিত সভাপতি এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

সম্প্রতি বেতারের মহাপরিচালকের শূন্যপদে আবারও বিসিএস তথ্য (সাধারণ) পিআইডি-গণযোগাযোগ ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে মহাপরিচালক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে জেনে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

২০০৬ সাল থেকে দীর্ঘ ৮ বছর বিসিএস তথ্য (সাধারণ) পিআইডি-গণযোগাযোগ ক্যাডারের কর্মকর্তাদের দ্বারা বাংলাদেশ বেতারের মহাপরিচালক পদটি পূরণ করা হয়ে আসছে।

সভায় বক্তারা বলেন, যোগ্য কর্মকর্তা থাকার পরও নিয়োগবিধি লঙ্ঘন করে বারবার বাংলাদেশ বেতারে বিসিএস তথ্য (সাধারণ) পিআইডি-গণযোগাযোগ ক্যাডারের কর্মকর্তাদের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

তারা বলেন, বেতারের কর্মকাণ্ড এবং পরিচালনা সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ পিআইডি-গণযোগাযোগ অংশের এসব কর্মকর্তা বেতারের অনুষ্ঠান এবং সংবাদের মান উন্নয়নের পরিবর্তে নিজেদের আখের গুছিয়ে চলে যান। এর ফলে শক্তিশালী গণমাধ্যম বাংলাদেশ বেতার আজ একদিকে যেমন শ্রোতাহীন হয়ে পড়েছে, অন্যদিকে পদোন্নতি-বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

সভায় বাংলাদেশ বেতারে বহিরাগত মহাপরিচালক পদায়ন প্রক্রিয়া বন্ধ না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।