ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় বাস খাদে পড়ে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
নগরকান্দায় বাস খাদে পড়ে নিহত ২

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দার মশাউজান এলাকায় বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।



বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়া শেখ (৩৫) শিবচর উপজেলার তাহেরকান্দি গ্রামের শুকুর শেখের ছেলে। তবে অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ফরিদপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা তাজমহল পরিবহন (ঢাকা মেট্রো জ -১৪-০৭৬৬)  নামের বাসটি মশাউজান নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দুই জনের মৃত্যু হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ বাংলানিউজকে জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।