ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বাংলানিউজের সিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বাংলানিউজের সিরাজ ছবি : সংগৃহীত

ঢাকা: বিদ্যুৎ খাত নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে এ বছর সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বাংলানিউজের চিফ অব করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজ।
 
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পুরস্কার তুলে দেন।



এসময় রাষ্ট্রপতি বলেন, অভিনন্দন। আরও ভালো কাজ দেখতে চাই বাংলানিউজের কাছে, আপনাদের কাছ থেকে।

বিদ্যুৎ খাত থেকে দেশের বাইরে টাকা পাচার, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির কতিপয় অসাধু কর্মকর্তার দুর্নীতি অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেন সেরাজুল ইসলাম সিরাজ। ‍

এসব প্রতিবেদনের ভিত্তিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
 
এছাড়া বিদ্যুৎ  ও জ্বালানি খাতের উন্নয়ন নিয়েও অসংখ্য প্রতিবেদন করেছেন বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট সিরাজ।

গত এক বছরে করা এসব প্রতিবেদনের জন্য তাকে ‘বিদ্যুৎ বিষয়ে সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৫’ এ মনোনীত করা হয়।
 
২০০২ সালে দৈনিক সংবাদের রংপুর পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন সেরাজুল ইসলাম সিরাজ। একই সময়ে তিনি রংপুরের সবচেয়ে প্রাচীন দৈনিক দাবানলেও নিজস্ব প্রতিবেদক ছিলেন।  

এরপর ২০১০ সালের দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক হিসেবে ঢাকায় কাজ শুরু করেন তিনি। ২০১১ সালের মে মাসে স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দেন বাংলানিউজে।

বর্তমানে বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি পালন করছেন চিফ অব করেসপন্ডেন্টের (সিওসি) দায়িত্বও।
 
পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। প্রিন্ট ও অনলাইন ক্যাটারিতে সিরাজের সঙ্গে যৌথভাবে পুরস্কার পেয়েছেন দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার ফয়েজ আহমেদ তুষার।

পুরস্কার পাওয়ার পর সিরাজ বলেন, ভালো লাগছে। যে কোনো পুরস্কার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়।

এছাড়া বিদ্যুতের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সচিব মুনীর চৌধুরী।

বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সেরা তার্কিকের পুরস্কার পেয়েছেন রাজশাহীর কামারুজ্জামান ডিগ্রি কলেজের আনিকা বুশরা ও ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মার্জিয়া কবির।

সব মিলিয়ে বিদ্যুৎ খাতে অবদানের জন্য ১১ ক্যাটাগরি ও জ্বালানি খাতের ৬ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ইএস/এএ

** বিদ্যুৎ মেলায় দর্শনার্থীদের ভিড়
** ভবিষ্যৎ ভেবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।