ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারীর প্রতি সহিংসতা রোধে আইনি প্রয়োগ বাড়ানোর তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
নারীর প্রতি সহিংসতা রোধে আইনি প্রয়োগ বাড়ানোর তাগিদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারীর প্রতি সহিংসতা রোধে বাংলাদেশের আইনি কাঠামো অত্যন্ত শক্তিশালী। তবে আইনের প্রায়োগিক দিক আরও বেশি শক্তিশালী করার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।



বৃহস্পিবার (১০ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইউএন উইমেন ও জাতীয় সংসদ আয়োজিত ১৫ দিনব্যাপী নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে ‘ভায়োলেন্স এগেইনেস্ট উইমেন’ পক্ষের সমাপনী অনুষ্ঠানে স্পিকার এ তাগিদ দেন।

স্পিকার বলেন, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাসহ সব ধরনের কর্মকাণ্ডে নারীর প্রতি সহিংসতা রোধের কথা বলা আছে। আমরা নারীর প্রতি সব সহিংসতা রোধে কমিটেড। আমাদের আইনি কাঠামোও অত্যন্ত শক্তিশালী। কিন্তু যাদের জন্য আইন তাদের অবহিত করতে হবে, তারা যেন আইনি সহায়তা পায়। শুধু আজ নয়, প্রতিটি দিনই নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করতে হবে।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেন, প্রতিদিনই নারীর প্রতি সহিংসতা রোধের কথা বলি। যখন আইনি কাঠামোতে থাকি, যখন পার্লামেন্ট থাকি তখনও। আজ এখান থেকেই বলছি, নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএন উইমেন আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন হান্টার, মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, অ্যাডভোকেট সালমা আলী, ইউএন রেসিডেন্স কো-অর্ডিনেটর রবার্ট ওয়াটকিংস, সংসদ সদস্য কবি কাজী রোজী প্রমুখ।

বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধ। সবাই অঙ্গীকার করেন নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করবেন। আগত অতিথিদের কমলা রঙের উত্তরীয় পরানো হয়।

সব শেষে কমলা ও সাদা রঙের বেলুন উড়িয়ে নারীর প্রতি সহিংসতা রোধের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।