ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পার্বতীপুরে র‍্যালি-সভা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পার্বতীপুরে র‍্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে মানবাধিকার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন পার্বতীপুর ইউনিটের সভাপতি উপাধ্যক্ষ বেলাল হোসেন ও সম্পাদক শমসের আলীর নেতৃত্বে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



এছাড়া, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিটের উদ্যোগে পার্বতীপুর শহরের প্রাণ কেন্দ্র শহীদ মিনার চত্বরে এক মেলার আয়োজন করা হয়।

দুপুর ১২টার দিকে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান এ মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী, সমন্বয়কারী অ্যাডভোকেট সিরাজুম মনিরা, জেলা প্রকল্প কর্মকর্তা খুরশিদ পারভিন জলি, স্টাফ আইন কর্মকর্তা পিনাক পানি রায়, অ্যাডভোকেসি কর্মকর্তা অ্যাড. হারুনুর রশিদ, মিডিয়েশন কর্মকর্তা গাউছুল আজম ও প্যারালিগ্যাল ফারজানা প্রমুখ।

মেলায় ব্লাস্টের চারটি এবং রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব), এইড কুমিল্লা ও গ্রাম বিকাশ কেন্দ্র পার্বতীপুরের একটি করে স্টল রয়েছে।

মেলায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- নাটিকা, উপস্থিত বক্তৃতা, দর্শকদের প্রশ্নত্তোর পর্ব, কার্টুন প্রদর্শন ও জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন বিষয়ে আলোচনা সভা।

সবশেষে রয়েছে পার্বতীপুর মিলন স্মৃতি সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার সাংবাদিক মুসলিমুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।