ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ঝালকাঠিতে বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালি

ঝালকাঠি: ঝালকাঠিতে বিশ্ব মানবাধিকার দিবস অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা শাখা, টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক), আইন ও শালিস কেন্দ্রের হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ), ওয়ার্ক ফাউন্ডেশন, নাগরিক উদ্যোগ, স্টেপস টুয়ার্ডস ডেভলপমেন্ট, মোসলেম আলী ফাউন্ডেশন ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল র‌্যালির আয়োজন করে।



বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে শহরের ডিস অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রধান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির র‌্যালির নেতৃত্ব দেন।

র‌্যালিতে মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। পরে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার এমএ বায়েজিদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের জেলা আহ্বায়ক ও সনাকের সহ সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, ওয়ার্ক ফাউন্ডেশনের পরিচালক দিপু লাল দাস, শহর যুবলীগের আহ্বায়ক হাফিজ আল মাহমুদ, পেশাজীবী নেতা জাহাঙ্গীর হোসেন, ব্লগার জালাল উদ্দিন, ছাত্রলীগ নেতা উজ্জ্বল মজুমদার, নাগরিক উদ্যোগ এর সহ-উপজেলা সমন্বয়কারী রেজাউল ইসলাম ও জেলা নারী নেত্রী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা বক্তব্য রাখেন।

বক্তারা মানবাধিকার রক্ষায় সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।