ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গণপিটুনিতে ৮ ডাকাত নিহতের ঘটনায় মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
গণপিটুনিতে ৮ ডাকাত নিহতের ঘটনায় মামলা

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় এক ব্যবসায়ীর দোকানঘর থেকে চাল লুটের চেষ্টা ও জনতার হাতে গণপিটুনিতে ৮ ডাকাত নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে ‘ভাই ভাই এন্টার প্রাইজ’ নামে চালের দোকানের মালিক আব্দুল গফুর মিয়া বাদী হয়ে একটি ডাকাতির মামলা দায়ের করেন।



অপর মামলাটি করেন, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন। এ মামলায় অজ্ঞাত কয়েক হাজার আসামি করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।

ব্যবসায়ী গফুর মিয়ার মামলার আসামিরা হলেন- ময়মনসিংহ জেলার ত্রিশাল রামপুর এলাকার মৃত আবদুল লতিফের ছেলে মানিক, একই জেলার সানা মিয়ার ছেলে সজীব, মিলন মিয়ার ছেলে সাব্বির ও চাঁদপুর কালীবাড়ি এলাকার ওসমান বেপারীর ছেলে লোকমান। এছাড়াও গণপিটুনিতে নিহত ময়মনসিংহ জেলার মধ্যপাড়া গ্রামের শওকত (৩০), একই গ্রামের রুবেল (২৮), জুয়েল ওরফে টিটু (৩২) ও নোয়াখালী জেলার রাজীব ওরফে রনির (৩৫) নামও উল্লেখ করা হয়েছে এ মামলায়।

বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারের আব্দুল গফুর মিয়ার মালিকানাধীন ‘ভাই ভাই এন্টার প্রাইজ’ চালের দোকানের সাটারের তালা ভেঙে চাল লুট করার সময় হাতে-নাতে ধরে ১২ ডাকাতকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। গণপিটুনিতে ৮ ডাকাত নিহত ও ৪ ডাকাত আহত হন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।