ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুপার হিরো-ভিলেনদের পাওয়া যাবে ওয়াইযুক্ত টয়লেটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
সুপার হিরো-ভিলেনদের পাওয়া যাবে ওয়াইযুক্ত টয়লেটে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংরেজিতে TOYLET এর কোনো অর্থ নেই। আবার TOY এবং LET কে আলাদা করে অর্থ খুঁজলে দাড়ায়, ‘খেলনা যাক’।

আবার উচ্চারণগতভাবে টয়লেটের বাংলা মানে দাঁড়ায় প্রসাধন প্রণালী। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম ‘টয়লেট’এ ‘আই’ এর বদলে ‘ওয়াই’ ব্যাবহৃত হয়েছে। বিশ্বের কমিক জগতের সব সুপার হিরো আর ভিলেনদের ঢালা সাজিয়েছে ‘টয়লেট’।
 
কমিক চরিত্র তৈরির বিশ্বখ্যাত সব খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর পণ্য আমদানি করছে প্রতিষ্ঠানটি। পাওয়া যাবে কমিক হিরোদের লোগো, গাড়ি বা ব্যবহৃত যন্ত্রের রেপ্লিকা।
 
রোববার (০৬ ডিসেম্বর) থেকে যমুনা ফিউচার পার্কে শুরু হওয়া ঢাকা কমিকন-২০১৫ তে অংশ নিয়েছে টয়লেট। কে নেই সেখানে? ক্যাপ্টেন আমেরিকা, ডার্ক স্টোর্ম, আয়রন ম্যান, সাইক্লোপস, নোভা, ফ্যালকন, ডেডপোল, ব্যাট ম্যান, সুপার ম্যান, টার্মিনেটর সকলেই রয়েছে। আলাদা করে লোগোর রেপ্লিকাও রয়েছে।
 
এই প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের একজন নাইম। তিনি বাংলানিউজকে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের খেলনা কোম্পানিগুলো থেকে কমিক সুপার হিরো, সুপার ভিলেন, তাদের ব্যবহার্য জিনিসের রেপ্লিকা সংগ্রহ করা হয়।

তিনি জানান, হট টয়েস, নেকা, বান দাই, মেডি কম টয়, মোর্টাল কুমবাত, ম্যাকফারলেন টয়েজ, সাইডশো কালেকটিভলেস, মেজকো, ডায়ামন্ড সিলেক্ট টয়েজ, স্কয়ার এনিস প্রোডাক্টস, ডিসি কালেক্টিভলেস, ডিসি কমিকস, মারভেল, স্টার ওয়ারস, দ্যা ওয়াকিং ডেড, ফিগমা, গেম অব থর্নস ট্রান্সফর্মারস, টার্মিনেটর, গডজিলা, এভিপি থেকে এসব খেলনা চরিত্র সংগ্রহ করা হয়।
 
এসব খেলনার দাম পড়বে ২ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত।
 
ঢাকা কমিকন-২০১৫তে সবচেয়ে বড় আকর্ষণ ব্যাটম্যানের ব্যবহৃত গাড়ির রেপ্লিকা নিয়ে এসেছে টয়লেট। যার মূল্য হাকাঁ হচ্ছে ৮০ হাজার টাকা।
 
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এমএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।