ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কিশোরগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কল্পনা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ সদরের রাকুয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



কল্পনা জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের তোঁতা মিয়ার স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্র ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, কল্পনা কয়েক বছর ধরে স্বামীর সঙ্গে জেলা সদরের রাকুয়াইল এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের গেটের সামনে পিঠা তৈরি করে বিক্রি করতেন।

রোববার বিকেলে কল্পনা পিঠা বিক্রি করতে হাসপাতাল গেটে যাওয়ার উদ্দেশে ইজিবাইকে করে রওনা হন। এ সময় চলন্ত
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।